সমাজতন্ত্রের লক্ষ্যে বামপন্থীদের ঐক্যবন্ধ হওয়া এখন সময়ের দাবি : বাসদ

- আপডেট সময় : ০১:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
সমাজতন্ত্রের লক্ষ্যে বামপন্থীদের ঐক্যবন্ধ হওয়া এখন সময়ের দাবি বলে উল্ল্যেখ করেন বাসদ এর নেতৃবৃন্দ। ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার বিকাল সাড়ে ৩টায় রিপোর্টাস ইউনিটির হলে উপজেলা বাসদের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা বাসদ এর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় নেতা সামছুল আলম জুলফিকার, কেন্দ্রীয় নেতা আইউব রানা, জয়পুরহাট জেলার নেতা দেওয়ান হেমরন, গোবিন্দগঞ্জ বাসদ নেত্রী মায়া, ছাত্র কেন্দ্রের নেতা রিমন সরকার প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, দেশ আজ নৈরাজ্য পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান অন্তর্ভর্তি সরকার ২৪ এর গণঅভ্যূত্থানের মানুষের আঙ্খাকার বিরোধী কাজ করছে। আহত নিহতদের সঠিক তালিকা, ক্ষতিপূরণ, চিকিৎসার ব্যবস্থা না করে নিজেদের আখেরগোচাতে ব্যস্ত। নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই। ফ্যাসিস্ট হাসিনা অনলাইনে বক্তব্য দিয়ে জনগণের জনমনে আতঙ্ক সৃস্টির ফায়তারা করছে।
নেবৃবৃন্দ বলেন, দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে মার্কিন-ভারতসহ বিদেশীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ধনীক শ্রেণীর রাজনৈতিক দল-জোটের বাহিরে বামপন্থীরা ঐক্যবন্ধ হয়ে বাম গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গড়ে তোলা সময়ের দাবি। সেই লক্ষ্যে সকলকে বামদল সমূহকে উদ্যাগ গ্রহনের আহ্বান জানান।