সরকারি নিবন্ধন পেল মাগুরা রিপোর্টার্স ইউনিটি

- আপডেট সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
মাগুরা জেলার সাংবাদিকতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। দীর্ঘ ছয় বছর পর মাগুরা রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। আজ বুধবার জেলা সমাজসেবা অধিদপ্তর হতে সংগঠনটির নিবন্ধনের স্বীকৃতি প্রদান করা হয়। এর আগে প্রায় এক বছর আগে সংগঠনটি নিবন্ধনের জন্য মাগুরা সমাজসেবার জেলা কার্যালয়ে আবেদন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। পরবর্তীতে দীর্ঘ সময় যাচাই-বাছাইয়ের পর আজ সংগঠনটির নিবন্ধনের দেয় জেলা সমাজসেবা অধিদপ্তর।
২০১৯ সালে কিছু স্বপ্নবাজ তরুণ সাংবাদিকের উদ্যোগে যাত্রা শুরু করা এই সংগঠনটি আজ মাগুরা জেলার অন্যতম সাংবাদিক সংগঠনে রূপ নিয়েছে। বর্তমানে ৮৬ জন সদস্য নিয়ে সংগঠনটি সংবাদপত্রের পাশাপাশি সামাজিক, মানবিক সহায়তা ও জনকল্যাণে কাজ করে যাচ্ছে।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এইচ. এন. কামরুল ইসলাম বলেন, এটি শুধু একটি কাগজের সনদ নয় এটি ৬ বছরের নিরলস পরিশ্রম, অবিচল দৃঢ়তা আর সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা মানুষের স্বীকৃতি। আমরা সাংবাদিকতাকে শুধু পেশা নয় বরং মহান দায়িত্ব হিসেবে দেখি।
তিনি আরও জানান, সংগঠনটি বিগত বছরগুলোতে সংবাদ পরিবেশনার পাশাপাশি ডেঙ্গু সচেতনতা, অসহায়দের জন্য শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী এখন বিভিন্ন সময়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি ও প্রশিক্ষণমূলক সেমিনার আয়োজন করেছে।
এদিন সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও কৃতজ্ঞতার সাথে এই অর্জন উদযাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাগুরা রিপোর্টার্স ইউনিটি’র অর্জনকে অভিনন্দন জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নিবন্ধনের পর আরও পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তারা আশা করছেন, এই অর্জন সংগঠনের গতি আরও ত্বরান্বিত করবে এবং মাগুরায় তথ্যনির্ভর ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক যুগান্তরের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাশার আকন্দ বলেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটি এখন শুধু একটি সংগঠন নয়, এটি এখন সত্য, সাহস ও সংগ্রামের প্রতীক।
প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান বলেন, সংগঠনটির নিবন্ধনের স্বীকৃতি মাগুরা জেলার সাংবাদিক সমাজকে উজ্জীবতী করেছে এই শক্তিকে ধারণ করে সকল অপসংবাদিকতা রুখতে পারলেই তবেই কাঙ্খিত বিজয় নিশ্চিত হবে।