ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

সুন্দরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

মো. রিয়াদ হাসান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“ধান‌ বিক্রি মোবাইল অ্যাপে,লাভ থাকবে কৃষকের হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষিজীবী মানুষের জীবনে নতুন দিগন্তের উন্মোচনের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলার বামনডাঙ্গা খাদ্য গুদাম চত্বরে অর্ধ-শতাধিক কৃষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালায় এম.এফ.সিপি প্রজেক্টের ফিল অফিসার ও জেলা টিম অফিসার মেহেদী হাসান আলভীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে।
প্রজেক্টের সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গার ফিল অফিসার অপূর্ব রয় শুভ্র ও মামুন আল হোসেন অভীর যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ এল এসডি মোঃ মাহাফুজুর রশিদ, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বামনডাঙ্গা এলএসডি মোছাঃ আফসানা পারভীন।
কর্মশালায় জানানো হয়, কৃষকের অ্যাপটি মূলত স্মার্টফোনে ব্যবহারোপযোগী একটি আ্যাপ। এটি ধানসহ বিভিন্ন খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা ডিজিটাল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি শুধু কৃষকরা ব্যবহার করবেন। এতে প্রযুক্তির কল্যাণ এখন কৃষকের কল্যাণে যুক্ত হয়ে কৃষিজীবী মানুষের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। কৃষকের অ্যাপ ব্যবহারের নিয়মাবলী, তথ্য হালনাগাদ পদ্ধতি এবং সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে কৃষকের অংশগ্রহণ বৃদ্ধির কৌশল তুলে ধরা হয়। এ সময় বক্তারা কৃষি তথ্য ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘কৃষকের অ্যাপ’ ব্যবহার করে কৃষকরা সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সহজেই যুক্ত হতে পারবেন এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।
কৃষকেরা যাতে বাড়ীতে বসে ধান বিক্রি করতে পারেন, তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের নিয়ে এই কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালার আয়োজন করেছে খাদ্য অধিদপ্তর। কর্মশালায় বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক- কৃষাণী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় :

“ধান‌ বিক্রি মোবাইল অ্যাপে,লাভ থাকবে কৃষকের হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষিজীবী মানুষের জীবনে নতুন দিগন্তের উন্মোচনের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলার বামনডাঙ্গা খাদ্য গুদাম চত্বরে অর্ধ-শতাধিক কৃষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালায় এম.এফ.সিপি প্রজেক্টের ফিল অফিসার ও জেলা টিম অফিসার মেহেদী হাসান আলভীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে।
প্রজেক্টের সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গার ফিল অফিসার অপূর্ব রয় শুভ্র ও মামুন আল হোসেন অভীর যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ এল এসডি মোঃ মাহাফুজুর রশিদ, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বামনডাঙ্গা এলএসডি মোছাঃ আফসানা পারভীন।
কর্মশালায় জানানো হয়, কৃষকের অ্যাপটি মূলত স্মার্টফোনে ব্যবহারোপযোগী একটি আ্যাপ। এটি ধানসহ বিভিন্ন খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা ডিজিটাল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি শুধু কৃষকরা ব্যবহার করবেন। এতে প্রযুক্তির কল্যাণ এখন কৃষকের কল্যাণে যুক্ত হয়ে কৃষিজীবী মানুষের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। কৃষকের অ্যাপ ব্যবহারের নিয়মাবলী, তথ্য হালনাগাদ পদ্ধতি এবং সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে কৃষকের অংশগ্রহণ বৃদ্ধির কৌশল তুলে ধরা হয়। এ সময় বক্তারা কৃষি তথ্য ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘কৃষকের অ্যাপ’ ব্যবহার করে কৃষকরা সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সহজেই যুক্ত হতে পারবেন এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।
কৃষকেরা যাতে বাড়ীতে বসে ধান বিক্রি করতে পারেন, তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের নিয়ে এই কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালার আয়োজন করেছে খাদ্য অধিদপ্তর। কর্মশালায় বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক- কৃষাণী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।