ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বর্তমান বিশ্ব পরিবেশ সংকটে। জলবায়ু সংতকটের ফলে নানা ধরণের প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হচ্ছে বিশ্বের নানা প্রান্তের পরিবেশ, বন, নদ-নদী। পরিবেশ দূষণে উন্নত দেশগুলো দিকে আঙ্গুল তোলা হচ্ছে। স্লোগান ওঠছে, ঋণ নয়, ক্ষতিপূরণ চাই।

আজারবাইজানের রাজধানী বাকুতে যখন জলবায়ু সম্মেলন চলছে, তখন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি ওঠেছে।

শুক্রবার মোংলার মিঠাখালী বাজারে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিন স্লোগান ওঠে, যুদ্ধের খরচ কমাও, জলবায়ু অর্থায়ন বাড়াও, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করো, ঋণ নয় আমরা ক্ষতিপূরণ চাই, জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।

সাইকেল র‌্যালি পূর্ব পথ সভায় ‘পশুর রিভার ওয়াটারকিপার’ এর সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ ‘সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র’ বন্ধের জোর দাবি জানিয়ে বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবীকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই ভবিষ্যত ও অর্থনীতির জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে হবে।

নূর আলম শেখ বলেন, জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ন্যায্য সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর এবং জীবাশ্ম জ্বালানি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং জলবায়ু অর্থায়ন নবায়নযোগ্য জ্বালানিতে ব্যয়ের দাবিও জানান এই পরিবেশযোদ্ধা।

এই আয়োজনের যৌথ উদ্যোক্তা ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপল্স মুভমেন্ট অন ডেবট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), পশুর রিভার ওয়াটারকিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা ) এর গীতিকার মোল্লা আল মামুন, পরিবেশকর্মী সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমূখ।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি

আপডেট সময় : ০৯:০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

 

বর্তমান বিশ্ব পরিবেশ সংকটে। জলবায়ু সংতকটের ফলে নানা ধরণের প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হচ্ছে বিশ্বের নানা প্রান্তের পরিবেশ, বন, নদ-নদী। পরিবেশ দূষণে উন্নত দেশগুলো দিকে আঙ্গুল তোলা হচ্ছে। স্লোগান ওঠছে, ঋণ নয়, ক্ষতিপূরণ চাই।

আজারবাইজানের রাজধানী বাকুতে যখন জলবায়ু সম্মেলন চলছে, তখন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি ওঠেছে।

শুক্রবার মোংলার মিঠাখালী বাজারে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিন স্লোগান ওঠে, যুদ্ধের খরচ কমাও, জলবায়ু অর্থায়ন বাড়াও, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করো, ঋণ নয় আমরা ক্ষতিপূরণ চাই, জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।

সাইকেল র‌্যালি পূর্ব পথ সভায় ‘পশুর রিভার ওয়াটারকিপার’ এর সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ ‘সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র’ বন্ধের জোর দাবি জানিয়ে বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবীকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই ভবিষ্যত ও অর্থনীতির জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে হবে।

নূর আলম শেখ বলেন, জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ন্যায্য সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর এবং জীবাশ্ম জ্বালানি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং জলবায়ু অর্থায়ন নবায়নযোগ্য জ্বালানিতে ব্যয়ের দাবিও জানান এই পরিবেশযোদ্ধা।

এই আয়োজনের যৌথ উদ্যোক্তা ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপল্স মুভমেন্ট অন ডেবট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), পশুর রিভার ওয়াটারকিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা ) এর গীতিকার মোল্লা আল মামুন, পরিবেশকর্মী সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমূখ।