ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

স্কুলে ঢুকে ছুরি দিয়ে কুপিয়ে ৫ শিক্ষার্থীকে আহত করে এক নারী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

কিছু বুঝে ওঠার আগেই এক নারী বিদ্যালয়ে প্রবেশ করে এলোপাতারি কুপিয়ে ৫ শিক্ষার্থীকে আহত করেছে। এ ঘটনায় স্কুলের শিক্ষক/শিক্ষার্থী সবাই অবাক। অবশেষে নারীকে আটক করেছে পুলিশ।

প্রতিদিনের মতো বিদ্যালয়ে মেয়েদের ক্লাস চলছিল। ক্লাস চলার ফাঁকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দায় বসে গল্প করছিল। এসময় এক নারী বিদ্যালয়ে ঢুকে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শিক্ষার্থীদের আঘাত করতে থাকে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা। হঠাৎ জান্নাতী আকতার নামের এক নারী স্কুলের বারান্দায় থাকা কয়েকজন শিক্ষার্থীর ওপর আক্রমণ চালায়।

আহতদের মধ্যে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক নারীর নাম জান্নাতী আকতার (২১)। তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি (চাকু) উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্কুলে ঢুকে ছুরি দিয়ে কুপিয়ে ৫ শিক্ষার্থীকে আহত করে এক নারী

আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

 

 

কিছু বুঝে ওঠার আগেই এক নারী বিদ্যালয়ে প্রবেশ করে এলোপাতারি কুপিয়ে ৫ শিক্ষার্থীকে আহত করেছে। এ ঘটনায় স্কুলের শিক্ষক/শিক্ষার্থী সবাই অবাক। অবশেষে নারীকে আটক করেছে পুলিশ।

প্রতিদিনের মতো বিদ্যালয়ে মেয়েদের ক্লাস চলছিল। ক্লাস চলার ফাঁকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের বারান্দায় বসে গল্প করছিল। এসময় এক নারী বিদ্যালয়ে ঢুকে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শিক্ষার্থীদের আঘাত করতে থাকে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা। হঠাৎ জান্নাতী আকতার নামের এক নারী স্কুলের বারান্দায় থাকা কয়েকজন শিক্ষার্থীর ওপর আক্রমণ চালায়।

আহতদের মধ্যে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক নারীর নাম জান্নাতী আকতার (২১)। তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি (চাকু) উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।