সংবাদ শিরোনাম ::
হাসির খোরাক খাশি এন্ড খাশি ফুটবল সেমিফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল রোববার বিকাল চারটায় হাসির খোরাক ফেসবুক পেজের আয়োজিত খাশি এন্ড খাশি সেমিফাইনালের উদ্ভোদন করেন প্রধান অতিথি মো আমিনুল ইসলাম বাচ্ছু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।উক্ত খেলার সভাপতিত্বে করেন মো সাফিয়ার রহমান সাফি,অন্যানাদের মধে ুউপস্থিত ছিলেন মো,সাগির ইসলাম, আল আমিন,রেজওয়ানুল বাবু,গোলাম মোস্তফা প্রমূখ।আজকের খেলায অংশগ্রহণ করেন বাবু ফুটবল টিম জিগাগাড়ি ও বটতলী ফ্যাশান ফুলবাড়ি।



















