আহত শিক্ষার্থীদের প্রতি মানবিক উদ্যোগ ‘ফিজিওথেরাপি চিকিৎসা এসোসিয়েশনের’
- আপডেট সময় : ০২:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশজুড়ে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অনেকেই গুরুতর জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অনেকেরই অস্ত্রোপচারের পর ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়।
আহত এসকল শিক্ষার্থীদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় এগিয়ে এসেছে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটির এই মানবিক উদ্যোগের বিষয়ে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বহু সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অধিকাংশই চিকিৎসাধীন। আহত এসব শিক্ষার্থীদের একটা পর্যায়ে ফিজিওথেরাপির প্রয়োজন হবে। বিনামূল্যে এই মানবিক সেবা দিতে প্রস্তুত সংগঠনটি।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের এই মানবিক উদ্যোগের সঙ্গে যে কেউ যুক্ত হতে পারেন এবং সেবা নিতে পারেন। চিকিৎসকদের এই মানবিক গুণের জন্য তারা আমাদের শুভবোধের সারথি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই আন্দোলনে বহু শিক্ষার্থী শহীদ এবং আহত হন।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) সকল আন্দোলনকারী শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা রেখে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এমনকি যে সকল শিক্ষার্থীদের অঙ্গহানি হয়েছে তাদের পরবর্তী ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) সার্বিক সহযোগীতার আগ্রহ প্রকাশ করেছেন।