ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ সমন্বয়কের পদত্যাগ Logo মায়ের পেট ফেটে জন্ম নেওয়া ফাতেমার বাড়িতে প্রতি মাসে বাজার দেন তারেক রহমান Logo ওয়াসা খসড়ায় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন Logo গ্যাস অনুসন্ধান: ২০২৮ সাল নাগাদ ১৩৫টি কূপ খনন:উপদেষ্টা Logo শনিবার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে বসছে বিএনপি Logo শিগগিরই বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন: আসিফ নজরুল Logo বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯২টি গুলি ছোঁড়েন আওয়ামী গফুর মোল্লা Logo নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর Logo টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সমন্বয়ক নাহিদ ইসলাম Logo নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়

কর্মপরিবেশ যাচাইয়ে পোশাক কারখানা পরিদর্শন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

পোশাক কারখানা পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশন

পোশাকখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে

তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মপরিবেশ দেখতে নারায়ণগঞ্জের কয়েকটি কারাখানা পরিদর্শন করেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রতিনিধিদল কারখানাগুলো পরিদর্শন করে।

একটি প্রতিনিধিদল নায়ারণগঞ্জের ফতুল্লার এপারেলস লিমিটেড, আমানা নিটেক্স লিমিটেড, এমবি নিট ফ্যাশন লিমিটেড ও এমএস ডায়িং প্রিন্টিং এন্ড ফিনিশিং লিমিটেড এর ফ্যাক্টরিগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, মজুরি, নতুন মজুরি কাঠামো প্রয়োগ, ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, ওভার টাইম মজুরি, শিশুদের ডে কেয়ার সেন্টার, শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা, বাক-স্বাধীনতা, মালিক-শ্রমিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।

পোশাক কারখানা পরিদর্শনকালে কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব সেবাস্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপপরিচালক এম. রবিউল ইসলাম, সহকারি পরিচালক মোহাম্মদ নাঈম চৌধুরী ও সহকারি পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, পোশাকখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এটি দেশের জন্য গৌরবের এবং সুনাম বয়ে এনেছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শিল্প আর পোশাকখাতের মূল শক্তি আমাদের শ্রমিকগণ। শ্রমিকদের কল্যাণে ন্যায্য অধিকার এবং সুবিধাসমূহ নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার। আমাদের সবাইকে শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।

শ্রমিকদের যথাযথ মজুরি নিশ্চিত করা হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। কোনো সুবিধাভোগী শক্তি যাতে আমাদের শ্রমিকদের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কর্মপরিবেশ যাচাইয়ে পোশাক কারখানা পরিদর্শন

আপডেট সময় : ০৯:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

 

পোশাক কারখানা পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশন

পোশাকখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে

তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মপরিবেশ দেখতে নারায়ণগঞ্জের কয়েকটি কারাখানা পরিদর্শন করেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রতিনিধিদল কারখানাগুলো পরিদর্শন করে।

একটি প্রতিনিধিদল নায়ারণগঞ্জের ফতুল্লার এপারেলস লিমিটেড, আমানা নিটেক্স লিমিটেড, এমবি নিট ফ্যাশন লিমিটেড ও এমএস ডায়িং প্রিন্টিং এন্ড ফিনিশিং লিমিটেড এর ফ্যাক্টরিগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, মজুরি, নতুন মজুরি কাঠামো প্রয়োগ, ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, ওভার টাইম মজুরি, শিশুদের ডে কেয়ার সেন্টার, শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা, বাক-স্বাধীনতা, মালিক-শ্রমিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।

পোশাক কারখানা পরিদর্শনকালে কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব সেবাস্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপপরিচালক এম. রবিউল ইসলাম, সহকারি পরিচালক মোহাম্মদ নাঈম চৌধুরী ও সহকারি পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, পোশাকখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এটি দেশের জন্য গৌরবের এবং সুনাম বয়ে এনেছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শিল্প আর পোশাকখাতের মূল শক্তি আমাদের শ্রমিকগণ। শ্রমিকদের কল্যাণে ন্যায্য অধিকার এবং সুবিধাসমূহ নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার। আমাদের সবাইকে শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।

শ্রমিকদের যথাযথ মজুরি নিশ্চিত করা হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। কোনো সুবিধাভোগী শক্তি যাতে আমাদের শ্রমিকদের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।