গাজায় যখন শিশু-নারীদের ওপর হামলায়, মানবাধিকার তখন কোথায় থাকে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
গাজায় যখন শিশু-নারীদের ওপর হামলা চালানো হয়, তখন মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে? তাদের মানবতাবোধ কোথায় থাকে? গাজায় হামলার ঘটনায় জানি না বিশ্ববিবেক কেন নাড়া দেয় না! এটাই আমার প্রশ্ন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সবসময় নির্যাতিত মানুষের পাশে রয়েছি। শিশু অধিকার-মানবাধিকারের কথা বলে যারা সোচ্চার থাকে, তাদের দ্বিমুখী আচরণ।
রোববার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির শিক্ষা শিশুকাল থেকে পাওয়ার ব্যবস্থা করছে সরকার। শিশুরা যাতে সুন্দর পরিবেশে মানুষ হয়, সেদিকে লক্ষ্য রাখছি। শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি।
আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলা হচ্ছে। এ সময় জাতীয় দিবস সম্পর্কে শিশুদের যথাযথ শিক্ষা দেয়ার আহ্বান জানান প্রধামন্ত্রী।