ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিমান বাহিনীর অভ্যন্তরে ‘র’নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে প্রতিবাদ লিপি Logo পটুয়াখালী জেলা বিজেপির আহবায়ক শাওন ও সদস্য সচিব রুমী Logo জকসু নির্বাচনসহ ২ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু Logo বছরের সাত মাস পানি বন্ধী বিদ্যালয় তিন যুগ ধরে নৌকায় যাতায়াত শিক্ষক-শিক্ষার্থীর Logo ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই প্রধান রাস্তায় হাঁটুপানি, দুর্ভোগে পথচারীরা Logo ভান্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার,পায়ে বাঁধা ছিল ইট Logo রক্তস্নাত মাগুরার ৪ আগস্ট: যেদিন কলমে রক্ত জমেছিল, চোখে জমেছিল মৃত্যুর আলপনা Logo জয়পুরহাটে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে প্রতিবন্ধী মেলা Logo প্রতিবছর নদী ভাঙ্গনে কমছে জমি, গৃহহীন হচ্ছেন হাজারো পরিবার

ছাত্রলীগের হামলায় জাহাঙ্গির নগরের শিক্ষক-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত

জাবি প্রতিনিধি,
  • আপডেট সময় : ৩৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে হেলমেট পরে তান্ডব চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় একজন শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ২০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষক রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আসলে অতর্কিত হামলা করে ছাত্রলীগ।

আন্দোলনকারীরা জানায়, তাদের মিছিলটি বঙ্গবন্ধু হলের মোড়ে আসলেই শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাইট অফ করে দেশী-বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে। এসময় মিছিলে থাকা শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এসময় দুপক্ষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছুড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের খাবারের বটতলায় অবস্থান করছিল। আন্দোলনকারীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দিয়ে বটতলার দিকে আগাতে গেলে হামলার শিকার হয়। এখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এলেও থামেনি দুপক্ষের সংঘর্ষ। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দেকুর রহমানক ও সদস্য মিজানুর রহমানকে আঘাত করে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রলীগের হামলায় জাহাঙ্গির নগরের শিক্ষক-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত

আপডেট সময় :

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে হেলমেট পরে তান্ডব চালিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় একজন শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ২০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষক রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আসলে অতর্কিত হামলা করে ছাত্রলীগ।

আন্দোলনকারীরা জানায়, তাদের মিছিলটি বঙ্গবন্ধু হলের মোড়ে আসলেই শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাইট অফ করে দেশী-বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে। এসময় মিছিলে থাকা শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এসময় দুপক্ষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছুড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের খাবারের বটতলায় অবস্থান করছিল। আন্দোলনকারীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দিয়ে বটতলার দিকে আগাতে গেলে হামলার শিকার হয়। এখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এলেও থামেনি দুপক্ষের সংঘর্ষ। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দেকুর রহমানক ও সদস্য মিজানুর রহমানকে আঘাত করে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।