ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের প্রতিবাদে জাবি ছাত্রদলেরলের মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসি থেকে বিশমাইল এলাকায় নিয়মিত ছিনতাই ও সশস্ত্র গুপ্ত মামলার প্রতিবাদ ও এ ধরনের অপরাধ বন্ধে আইন -শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরী গেটে) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আব্দুল করিম আদনান বলেন,গতকাল রাতে সি এন্ড বি এবং এম এইচ গেট এর মাঝামাঝি এলাকায় একটা ছিন্তাইয়ের ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতেই আমাদের আজকের মানববন্ধন। এই ছিনতাইয়ের ঘটনা নতুন কোনো বিষয় নয় অনেক বছর থেকেই এটা হয়ে আসছে।
এ বিষিয়ে সাভার মডেল থানা ও হাইওয়ে থানায় আমরা কয়েকবার কথা বলেছিলাম কিন্তু তাদের কোনো তৎপরতা আমরা দেখতে পারি নাই।আজকের মানববন্ধন থেকে ক্যাম্পাস প্রশাসনকে বলতে চাই আপনারা যত দ্রুত সম্ভব এর যথাযথ একটা ব্যবস্থা গ্রহন করবেন। অন্যথায় এর পরবর্তীতে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটললে সম্পূর্ন দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।
জাকিরুল ইসলাম জসিম বলেন, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মর্মাহত হয়েএই মানববন্ধনে দাড়িয়েছি, বিপিএটিসি থেকে বিশমাইল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নিয়মিত ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা এই এলাকায় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। নইলে আমরা এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহন করব।
মানববন্ধনে এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ হেল বাকী, মিরাজ, সাইফুল্লাহ রাসেল,মং বালাইয়িন রাখাইন, ৪৭ ব্যাচের আকরাম, সাদিক,জাহিদ,৪৮ ব্যাচের মজনু, মাছুদ এছাড়া ৪৯,৫,৫১,৫২ ব্যাচের শিক্ষার্থীরা।