নেপালে সংবর্ধিত হলেন সাংবাদিক নুরুদ্দিন আহমেদ
- আপডেট সময় : ১০:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
বরেণ্য সাংবাদিক, এনটিভি’র পরিচালক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটো সাংবাদিক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ নেপালের কাঠমুন্ডুতে সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন কর্তৃক সার্ক গ্লোবাল লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড-২০২৪ এ ভূষিত হওয়ায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ইউনিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
কাঠমুন্ডুর থামেল ইয়াসিন অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার (নেপাল) এ এফ এম আনিসুর রহমান, নেপাল ভিত্তিক ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ঐজগ এর এডিটর সানজানা শর্মা আলহাজ্ব নুরদ্দিন আহমেদ এর হাতে সংবর্ধনা স্বারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর নির্বাহী সভাপতি সালাম মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমান, নির্বাহী সদস্য তকীউদ্দিন মুহাম্মদ আকরাম উল্লাহ, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ইউনিটির সভাপতি মো: ইয়াসিন খান, নির্বাহী সভাপতি মো: মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, অর্থ সম্পাদক জাকির হোসেন জিতু, সাংগঠনিক সম্পাদক শাহ মহিউদ্দিন প্রমুখ।