পদ্মাসেতু প্রকল্পের ব্যয় কমলো ১ হাজার ৮২৫ কোটি টাকা

- আপডেট সময় : ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
হাসিনা সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ধরেছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। ব্যয় সংকোচন নীতিতে পুনর্বিবেচনা করে সবশেষ চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা। সাশ্রয় হলো প্রায় ১ হাজার ৮২৫ কোটি টাকা। বিবেকবান সরকার থাকলে ব্যয় আরও কমানো যেতো।
শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া-২ এর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তথ্যটি জানান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এর আগে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন।
সংকোচিত ব্যায়ের আওতায় প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০ কোটি, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি পরামর্শ ২০০ কোটি, অন্যান্য ব্যয় সংকোচন ২৩৪ কোটিসহ মোট ১৮২৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।
মতবিনিময় সভায় একাধিক মন্ত্রণালয়ের সচীব এবং পদ্মাসেতু প্রকল্প সংশ্লিষ্টসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।