বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতের ডুম্বুর বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ এবং বাংলাদেশের সাথে ভারতের সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) বেলা ১২ টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশ বক্তারা বলেন, ২৪ এর পরাজিত শক্তিরা এখনো বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারত এই কুচক্রীমহলকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে।
ভারত উদ্দেশ্যপ্রনোদিতভাবে আন্তর্জাতিক নদীর বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যার জন্য তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তারা বাংলাদেশের সাথে ভারতের সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানান। ভারতের আগ্রাসনে বিরুদ্ধে কথা বলে বুয়েটের আবরারকে জীবন দিতে হয়েছে। ভারতের সকল ষড়যন্ত্র দেশের মানুষ ঐক্যবদ্ধবাবে মোকাবেলা করতে হবে।
সংবর্ত-৩৬ পেইজ থেকে জুলাইয়ে স্মৃতিচারণ লাইভ অনুষ্ঠান করা হয়। সেখানে গণিত বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাত মিম লিল্লাহি তাকবীর দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে তিনি গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নারায়ে তাকবীর শ্লোগান দেয়া হলো কেন? এটি কোনো রাজনৈতিক দলের শ্লোগান ছিলো কিনা বলে প্রশ্ন তুলেছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী জ্ঞান ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষা প্রদানের জন্য। এখনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে পড়াশোনা করে। প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে।