ভারতে ডাক্তার-নার্স ধর্ষণ হত্যা চলছে সমানতালে
- আপডেট সময় : ০৮:৫৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
নারী ডাক্তারকে ধর্ষণের হত্যার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গ অগ্নিগর্ভ, তখনই দেশটির উত্তর প্রদেশে হাসপাতাল থেকে ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যার খবর আছড়ে পড়লো।
নিহত নার্স উত্তরাখন্ডের এক বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। রাজ্যের সঙ্গে লাগোয়া উত্তর প্রদেশের সীমান্তবর্তী এলাকায় তার বাসা।
এ ঘটনার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
এর আগে কলকাতায় গত শুক্রবার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এক নারী চিকিৎসকের (৩১) মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে।
চলে ভাংচুরও। রাতজেগে রাজপথ ছিলো আন্দোলনকারীদের দখলে। হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর হয়েছে।
রাতে একদল বিক্ষোভকারী জোর করে আর জি কর হাসপাতালে ঢুকে চালায় ব্যাপক ভাঙচুর। হাসপাতালের জরুরি বিভাগ ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে আহত হন বেশ কয়েকজন।
অপর দিকে বৃহস্পতিবার ভারতের মিডিয়ার খবরে বলা হয়েছে, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিওতে গত ৩০ জুলাই সন্ধ্যায় রুদ্রপুরের ইন্দ্র চক থেকে নার্সকে একটি ইলেকট্রিক রিকশায় উঠতে দেখা গেলেও উত্তর প্রদেশের বিলাসপুরে কাশীপুর রোডে নিজের ভাড়া বাসায় ফেরেননি। বাসায় তার ১১ বছর বয়সী এক মেয়ের রয়েছে।
৯ দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন নার্সের বোন থানায় নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন।
নার্সের চুরি হওয়া ফোনের অবস্থান শনাক্ত করে ধর্মেন্দ্র নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দিনমজুর ধর্মেন্দ্র উত্তর প্রদেশের বেরেলির বাসিন্দা। গত বুধবার তাকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় ধর্মেন্দ্র মদ্যপ ছিলো। নার্সকে দেখার পর তাকে অনুসরণ করতে থাকে। নিজের বাসায় প্রবেশের আগমুহূর্তে নার্সের ওপর হামলে পড়েন ধর্মেন্দ্র।
উধম সিং নগরের জ্যেষ্ঠ পুলিশ সুপার মঞ্জুনাথ টি সি বলেন, ধর্মেন্দ্র নার্সকে পাশের জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণের পর নার্সের ওড়না দিয়েই তাকে শ্বাস রোধ করে হত্যা করে। নার্সের হাতব্যাগে থাকা তিন হাজার রুপি চুরি করে ধর্মেন্দ্র।