রাজনীতি বুয়েট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি সাধারণ শিক্ষার্থীদের
- আপডেট সময় : ১১:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বুয়েটকে রাজনীতি মুক্ত রাখার আর্জি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বুয়েটের এ এ রশীদ প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এই অনুরোধ শিক্ষার্থীদের।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বুয়েট ও কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির অনুমতি দিয়ে খসড়া প্রণয়ন করে বঙ্গবন্ধুর কাছে উপস্থাপন করা হলে, বঙ্গবন্ধু বলেছিলেন এই দুটি বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা চলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন বুয়েটের প্রকৃতি ভিন্ন।
তিনি নিজে রাজনীতির আওতা থেকে বিশ্ববিদ্যালয়কে বাইরে রেখেছিলেন। বুয়েটকে ঘিরে আমাদের জাতির জনকের যে ভিশন ছিল, সেটা বাস্তবায়ন করা হোক।
শিক্ষার্থীরা আরও বলেন, সুবিচারের জন্যই আইনের সৃষ্টি। প্রয়োজনে আইন সংস্কার করে হলেও বুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখুন।
ছাত্ররাজনীতিহীন বুয়েট ক্যাম্পাস কীভাবে আদর্শ হয়ে উঠেছে তা দেখতে প্রধানমন্ত্রীকে বুয়েট ভ্রমণের আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। আমরা মেধা ও শ্রমের সবটুকু দিয়ে বিজ্ঞানের দুনিয়ার একটা অংশের নেতৃত্বে বাংলাদেশকে দেখতে চাই। আমরা ত্রাসের রাজনৈতিক মারপ্যাঁচ বুঝি না। আমরা শুধু দেশকে ও মানুষকে ভালোবাসতে জানি এবং কাজ দিয়ে প্রমাণ করতে বদ্ধপরিকর।