শেখ হাসিনার বিচার চায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৬:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে, ফাঁসি চাই ফাঁসি চাই-খুনি হাসিনার বিচার চাই, অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দেন, ইত্যাদি স্লোগান দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।
সমবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা।
ক্যাডারভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন-নিপীড়ন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকায়ই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে।