ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান  Logo ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ Logo অন্তর্বর্তী সকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত Logo আমলারা বহুরূপী হয়ে সামনে আসেন বলেন: ড. দেবপ্রিয় ভট্টাচার্য Logo ইইউ’র ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের অনুরোধ Logo ডিআরইউর সভাপতি, যুগ্ম সম্পাদক ও ইসি সদস্যকে ক্র্যাবের সংবর্ধনা Logo রাজনৈতিক পরিচয়ে ১৫ বছরে ৯০ হাজার পুলিশ নিয়োগ: ডিএমপি কমিশনার Logo বাণিজ্য বন্ধ করলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না: গয়েশ্বর Logo শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত Logo ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

সুপারশপে পলিথিন ব্যাগ পেলেই কঠোর ব্যবস্থা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আবারও পলিথিন বন্ধের উদ্যোগ নেওয়া হলো। বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও এবারের উদ্যোগে অনেক সফলতা আসবে বলে মনে করেন সাধারণ মানুষ।

অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগে কার্যকর একটা সফলতা ঘরে তোলা সম্ভব হবে বলেও মনে করেন অনেকে।

একাধিক ধাপে পলিথিন বন্ধের প্রক্রিয়ায় এগুবে সরকার। প্রথম ধাপ ১ অক্টোবর থেকে দেশজুড়ে সুপারশপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। বিকল্প হিসেবে প্রতিটি সুপারশপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ কিনতে পারবে ভোক্তারা। এরই মধ্যে ডেইলি শপিং, স্বপ্ন, আগোরায় পলিথিনের ব্যবহার বন্ধ করার কথা জানান সংশ্লিষ্টরা।

সুপারশপের আউটলেটের ম্যানেজাররা জানান, তারা এরই মধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের যে টিস্যু ব্যাগ, জালি ব্যাগ ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হচ্ছে। যার মূল্য ৬টা থেকে ১৭ টাকা পর্যন্ত। কাস্টমারদের সেগুলো কিনে নিতে হবে।

গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান অনুসারে আনুষ্ঠানিকভাবে ২০০২ সালের ১ মার্চ সরকার বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে।

সেই সময় পরিবেশ অধিদপ্তর শর্তসাপেক্ষে সব রকমের পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, মজুদ ও বিতরণ নিষিদ্ধ করে।

২০০২ সালে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ৯৩১ টন পলিথিন জব্দ করা হয়েছে। ৫২টি কারখানা উচ্ছেদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপারশপে পলিথিন ব্যাগ পেলেই কঠোর ব্যবস্থা

আপডেট সময় : ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

 

আবারও পলিথিন বন্ধের উদ্যোগ নেওয়া হলো। বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও এবারের উদ্যোগে অনেক সফলতা আসবে বলে মনে করেন সাধারণ মানুষ।

অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগে কার্যকর একটা সফলতা ঘরে তোলা সম্ভব হবে বলেও মনে করেন অনেকে।

একাধিক ধাপে পলিথিন বন্ধের প্রক্রিয়ায় এগুবে সরকার। প্রথম ধাপ ১ অক্টোবর থেকে দেশজুড়ে সুপারশপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। বিকল্প হিসেবে প্রতিটি সুপারশপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ কিনতে পারবে ভোক্তারা। এরই মধ্যে ডেইলি শপিং, স্বপ্ন, আগোরায় পলিথিনের ব্যবহার বন্ধ করার কথা জানান সংশ্লিষ্টরা।

সুপারশপের আউটলেটের ম্যানেজাররা জানান, তারা এরই মধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের যে টিস্যু ব্যাগ, জালি ব্যাগ ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হচ্ছে। যার মূল্য ৬টা থেকে ১৭ টাকা পর্যন্ত। কাস্টমারদের সেগুলো কিনে নিতে হবে।

গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান অনুসারে আনুষ্ঠানিকভাবে ২০০২ সালের ১ মার্চ সরকার বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে।

সেই সময় পরিবেশ অধিদপ্তর শর্তসাপেক্ষে সব রকমের পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, মজুদ ও বিতরণ নিষিদ্ধ করে।

২০০২ সালে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ৯৩১ টন পলিথিন জব্দ করা হয়েছে। ৫২টি কারখানা উচ্ছেদ করা হয়েছে।