ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সুষ্ঠু নির্বাচন নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপর – স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হওয়া নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানত আলোচনা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কার্যকলাপ ও আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিস্ট সরকার পতনের পরে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেটা ধরে রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ও দলীয় স্বার্থ পরিত্যাগ করে ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে ফ্যাসিস্ট দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করবে। জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর। তিনি বলেন, নির্বাচনে জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে, সবার অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আমরা আশা করি। পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি অ্যাকটিভ হয় তাহলে বলে পুলিশ ওভার (বেশি) করে ফেলছে। আমরা তারপরও চেষ্টা করছি। এই যে গতকাল আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু। যদি আগুন ধরানোর আগেই পুলিশ অ্যাকশনে চলে যেত তাহলে বলা হতো শান্তিপূর্ণ অনুষ্ঠান হচ্ছে তাহলে কেন পুলিশ বাধা দিলে। কিন্তু আগুন ধরার পর যখন বাধা দিচ্ছে সে সময় আপনারা কিছু বলেননি। কিন্তু নিয়মটা হলো আগুনটা ধরার আগেই অ্যাকশনে যাওয়া। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে এক হাজার ৪০৬টা অবরোধ হয়েছে। এটা করেছে ১২৩টি সংগঠন। এগুলো রাস্তায় করলে জন দুর্ভোগের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুষ্ঠু নির্বাচন নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপর – স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় :

জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হওয়া নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানত আলোচনা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কার্যকলাপ ও আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিস্ট সরকার পতনের পরে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেটা ধরে রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ও দলীয় স্বার্থ পরিত্যাগ করে ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে ফ্যাসিস্ট দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করবে। জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর। তিনি বলেন, নির্বাচনে জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে, সবার অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আমরা আশা করি। পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি অ্যাকটিভ হয় তাহলে বলে পুলিশ ওভার (বেশি) করে ফেলছে। আমরা তারপরও চেষ্টা করছি। এই যে গতকাল আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু। যদি আগুন ধরানোর আগেই পুলিশ অ্যাকশনে চলে যেত তাহলে বলা হতো শান্তিপূর্ণ অনুষ্ঠান হচ্ছে তাহলে কেন পুলিশ বাধা দিলে। কিন্তু আগুন ধরার পর যখন বাধা দিচ্ছে সে সময় আপনারা কিছু বলেননি। কিন্তু নিয়মটা হলো আগুনটা ধরার আগেই অ্যাকশনে যাওয়া। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে এক হাজার ৪০৬টা অবরোধ হয়েছে। এটা করেছে ১২৩টি সংগঠন। এগুলো রাস্তায় করলে জন দুর্ভোগের সৃষ্টি হয়।