অতিরিক্ত সচিব হলেন ১৩১ কর্মকর্তা
- আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৫৩৫ বার পড়া হয়েছে
প্রশাসনে ১৩১ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অনেকেই গত আওয়ামী লীগের সরকারের আমলে বঞ্চিত হয়েছেন। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ১৩১ জন হলো:- ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ্ এফসিএমএ (৪১৪৬) যুগ্মসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা। মোহাম্মদ ফারুক আলম (৪১৫৫) সদস্য, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষ (বেপজা), ঢাকা। মোঃ রিজওয়ানুল হুদা (৫৪৯৪) সদস্য, বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ রিসার্চ কাউন্সিল, ঢাকা। মির্জা তারিক হিকমত (৪২৩৮) ডেপুটি রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়, ঢাকা। মোঃ আতাউর রহমান (৫৫১৫) যুগ্মসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা।
মোঃ আবু মাসুদ (৫৫২৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় ড. সিতারা বেগম (৫৬৩৩) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় মুকেশ চন্দ্র বিশ্বাস (৫৬৫৭) যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা। মোঃ মাহবুব আলম (৫৬৬৭) যুগ্মসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত। ড. মোঃ মহিউদ্দিন (৫৬৬৯) চেযারম্যান, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ, ঢাকা।
মোঃ জাহাঙ্গীর আলম, এনডিসি (৫৬৮৫) যুগ্মসচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা। ড. খ.ম. কবিরুল ইসলাম (৫৬৯০) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ কামাল উদ্দিন (৫৬৯৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। এ.টি.এম. সিদ্দিকুর রহমান (৫৭১১) যুগ্মসচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা। মো: দেলোয়ার হোসেন (৫৭১৬) সদস্য, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকা।মোঃ মাহবুবুল ইসলাম (৫৭২৪) প্রকল্প পরিচালক, বিদ্যমান টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন ও নতুন ৬টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ঢাকা।
বদরে মুনির ফেরদৌস (৫৭৪৫) যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ঢাকা। তসলিমা আক্তার (৫৭৪৯) যুগ্মসচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ঢাকা। মোঃ নজরুল ইসলাম (৫৭৫৬) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। ড. রাশিদা ফেরদৌস, এনডিসি (৫৭৫৭) কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান পদবি ও কর্মস্থল, যুগ্মসচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ঢাকা। মোঃ নায়েব আলী মন্ডল (৫৭৬৩) যুগ্মসচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা। মোঃ ইমামউদ্দীন কবীর (৫৭৬৫) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় মোহাম্মদ সালাউদ্দীন (৫৭৮৪) যুগ্মসচিব, শিল্প মন্ত্রণালয়, ঢাকা। খোন্দকার মোঃ আবদুল হাই, পিএইচডি (৫৭৯৭) সদস্য, শ্রেডা, বিদ্যুৎ বিভাগ, ঢাকা।
মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৫৮০৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। সায়মা শাহীন সুলতানা (৫৮৩৩) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাস মন্ত্রণালয়। মোহাঃ মনিরুজ্জামান (৫৮৩৬) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। এস.এম. মঈন উদ্দিন আহমেদ (৫৮৩৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। নাসরিন সুলতানা (৫৮৪৫) যুগ্মসচিব, অর্থ বিভাগে সংযুক্ত। মোঃ নজরুল ইসলাম (৫৮৪৭) পরিচালক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ঢাকা। মোঃ আব্দুল খালেক (৫৮৮৬) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। ড. মো: মশিউর রহমান (২০১৯০)প্রকল্প পরিচালক, উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প, ঢাকা। মোঃ আবু জুবাইর হোসেন বাবলু (৫৮৯০) মহাপরিচালক, বীজ উইং, কৃষি মন্ত্রণালয়, ঢাকা।
ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া (৫৮৯৯) পরিচালক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, ঢাকা। ড. মোঃ মনিরুল হুদা, এনডিসি (৫৯০১) পরিচালক, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ন্যাশনাল ইনস্টিটিউট, ঢাকা। ড. মো: মাহমুদ হাসান (৫৯১৮) যুগ্মসচিব, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত। মোঃ আব্দুর রহিম (৫৯২০) প্রকল্প পরিচালক, লাইভস্টক এবং ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প, ঢাকা। মোঃ আলীম আখতার খান (৫৯৩৫) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। কবির আহামদ (৫৯৩৭) সংযুক্ত (যুগ্মসচিব), পরিকল্পনা বিভাগ, ঢাকা। মুহাম্মদ রফিকুল ইসলাম (৫৯৪০) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোহাম্মদ মাহবুবুর রহমান (৫৯৫৩) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ আহসান কবীর (৫৯৫৭) পরিচালক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), ঢাকা। মোঃ ফজলুল কবীর (৫৯৬২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মুহাম্মদ হিরুজ্জামান, এনডিসি (৫৯৬৪) পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, ঢাকা।মোঃ এজাজ আহমেদ জাবের (৫৯৬৮) পরিচালক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, ঢাকা। মো: আরিফ (৫৯৮৬) পরিচালক, তুমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা। মোঃ হাবিবুর রহমান (৫৯৮৮) সদস্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ঢাকা। মোহাম্মদ মুসা (৬০০২) সদস্য, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, ঢাকা। ড. এ. কে পারভেজ রহিম (৬০০৮) মহাপরিচালক, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা। আশরাফ উদ্দীন আহাম্মদ খান (৬০০৯) যুগ্মসচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ঢাকা।
খন্দকার মোঃ মাহাবুবুর রহমান (৬০১১) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ কামরুল হাসান খান, এনডিসি (৬০১৯) পরিচালক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। মোঃ আবু বকর ছিদ্দিক (৬০২৪) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা। মোঃ ইসমাঈল হোসেন (৬০৩০) যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ তোফাজ্জল হোসেন (৬০৪০) যুগ্মসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ঢাকা। মোঃ মিজানুর রহমান (৬০৬৩) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোহাম্মদ আবদুর রউফ (৬০৬৮) অতিরিক্ত প্রকল্প পরিচালক, ঢাকা ম্যাস র্যাপিড ট্যানজিট ডেভেলপমেন্ট প্রকল্প, ঢাকা। শাহনাজ সামাদ (৬০৭১) যুগ্মসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা।
এ, বি, এম শওকত ইকবাল শাহীন (৬০৭২) মহাপরিচালক, আইএমইডি, ঢাকা। মোঃ রেজাউল মাকসুদ জাহেদী (৬০৭৬) মহাপরিচালক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো), ঢাকা। হায়দার জাহান ফারাস (৬০৮৪) পরিচালক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, ঢাকা। শামীমা ইয়াসমিন (৬১১৫) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা। দেওয়ান মোঃ আব্দুস সামাদ, এনডিসি (৬১১৮) পরিচালক, পাট অধিদপ্তর, ঢাকা। মোঃ বাবুল মিয়া (৬২৬৮) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ ওবায়দুর রহমান (৬২৭৮) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোহাম্মদ রেজাউল করিম (৬২৮৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় মোঃ রকিবুল হাসান (৬২৯১) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়, নাসির-উদ-দৌলা (৬৩১৮) যুগ্মসচিব, শিল্প মন্ত্রণালয়, ঢাকা। মো: নুরুজ্জামান, এনডিসি (৬৩১৬) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় সৈয়দ মো: নূরুল বাসির (৬৩১৯) পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা।
মোঃ ইউনুস আলী (৬৩২০) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় এ.কে.এম, তরিকুল আলম (৬৩২৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় মো: সাখাওয়াৎ হোসেন (৬৩২৮) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় মোঃ সলিম উল্লাহ (৬৩২৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় । এ. এস. এম. হুমায়ুন কবীর (৬৩৩১) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যারিস্টার মো: গোলাম সারওয়ার ভূঁইয়া (৬৩৩২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ আফজালুর রহমান (৬৩৩৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ শেখাবুর রহমান (৬৩৪৩) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। ড. মো: আব্দুল হাকিম (৬৩৫৩) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। আব্দুন নাসের খান (৬৩৫৪) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। এস এম শাকিল আখতার (২০২৪৬) যুগ্মসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা।
কাজী আনোয়ার হোসেন (৬৩৯৮) সদস্য, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা ব্যবস্থাপনা পরিষদ। মো: মুনির হোসাইন খান (৬৪১৬) যুগ্মসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মো: আব্দুর রহমান তরফদার (৬৩৬৬)বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। ড. এ কে এম ওয়ালি উল্লাহ (৬৩৬৯) সদস্য, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকা। কানিজ মাওলা (৬৩৭২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ ফিরোজ সরকার (৬৪১২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ সাইদুর রহমান খান (৬৪১৫) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। কে . এম. আলী নেওয়াজ (৬৪২২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ ফখরুল ইসলাম (৬৪২৬) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোহা: রায়হান কাওছার (৬৪৩২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোঃ মোখতার আহমেদ (৬৪৩৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়।মো: জহিরুল ইসলাম (৬৪৮৩) যুগ্মসচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ঢাকা। খন্দকার আজিম আহমেদ, এনডিসি (৬৪৮৬) পরিচালক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ঢাকা।মো: শহিদুল ইসলাম, এনডিসি (৬৪৯৫) পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ঢাকা। মোঃ ফজলুর রহমান (৬৪৯৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মো: রফিকুল আলম (৬৫০০) সংযুক্ত (যুগ্ম প্রধান), পরিকল্পনা বিভাগ, ঢাকা। ড. মো: মিজানুর রহমান (৬৫০১) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় সুরাইয়া আখতার জাহান (৬৫০৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়।
মো: সাখাওয়াত হোসেন (৬৫০৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। ড. মোঃ সাইফুল আলম (৬৫১২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। খান মোঃ রেজা-উন-নবী (৬৫২২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। নুরুন আকতার (৬৫৩৮) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা। রেহানা ইয়াছমিন (৬৫৩৯) যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, ঢাকা। মোঃ সেলিম খান (৬৫৫১) নির্বাহী পরিচালক, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প, গাজীপুর, ঢাকা। মোঃ এরফানুল হক (৬৫৫৬) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোহাম্মদ নাসির উদ্দিন (৬৫৫৮) পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ঢাকা। মুহাম্মদ মাহফুজুর রহমান (৬৫৬০) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। জেসমিন নাহার (৬৫৬৮) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা।শরফ উদ্দিন আহমেদ চৌধুরী (৬৫৭১) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোঃ আবু সাঈদ (৬৫৭৭) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মো: কামাল আতাহার হোসেন (২০২৫২) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মোছা: আসপিয়া আকতার (২০২৫৪) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। আজিজুন নাহার (২০২৫৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। আ.স.ম আশরাফুল আলম (২০২৭৫) যুগ্মসচিব, রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত। মোস্তফা কামাল (২০৩১৯) যুগ্মসচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ঢাকা। মো: সারোয়ার আলম (২০৩২৫) প্রকল্প পরিচালক, বাংলাদেশ আঞ্চলিক সংযোগ প্রকল্প, ঢাকা। ড. মুনিরা বেগম (২০৩২৭) সংযুক্ত (যুগ্ম প্রধান), পরিকল্পনা বিভাগ, ঢাক্ ামো: আশরাফুজ্জামান (২০৩৩৭) প্রকল্প পরিচালক, ঊহযধহপবসবহঃ ড়ভ ঞৎধরহরহম ঈধঢ়ধপরঃু ড়ভ ইচঅঞঈ শীর্ষক প্রকল্প,ঢাকা। মো: শামীম খান (২০৩৪৫) মহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, ঢাকা। ড. মো: মাহমুদুর রহমান (২০৩৪৮) যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, ঢাকা।
আবু সাঈদ মো: কামরুজ্জামান, এনডিসি (২০৩৪৯) মহাপরিচালক, ডিজিটাল নিরাপত্তা এজেন্সী, ঢাকা। গাজী মোঃ ওয়ালি-উল-হক (৭৬৪৫) সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা। এস. এম. লাবলুর রহমান (৭৬৪৬) সদস্য, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ঢাকা। দীপঙ্কর মন্ডল (৭৬২২) ব্যবস্থাপনা পরিচালক, মিল্ক ভিটা, ঢাকা। আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন (৭৬৮০) মহাব্যবস্থাপক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। মো: মিজানুর রহমান (৭৬৮১) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট-১। মীর জাহিদ হাসান (৭৬৮৯) প্রকল্প পরিচালক, মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, চট্টগ্রাম। আরিফুর রহমান খান (৭৫৮৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। মো: আছির উদ্দিন সরদার (৭৬৩৬)বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজী গোলাম তৌসিফ (৭৬৪৯) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়।