ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে ক্রিমিনাল অফেন্স: ফখরুল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেওয়া একটা ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, যিনি বর্তমান সরকারের নেতৃত্বে আছেন তিনি বরেণ্য ব্যক্তি। তার ওপর দেশের মানুষের আস্থা আছে তাদের কাছে প্রত্যাশা আকাশ সমান। যে জঞ্জাল রয়েছে সেগুলো সাফ করে একটা সুন্দর নির্বাচন দেবেন।

ফখরুল বলেন, আনসারদের যে তৎপরতা তা ভালো লক্ষণ নয় পরাজিতরা এধরনের কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে। এভাবে সচিবালয় ঘেরাও করে এই মুহূর্তে কোনো দাবি আাদায়ের চেষ্টা কোনো পক্ষেরই করা উচিত নয়, কেউ করবেন না।

সোমবার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি বিশ্বাস করে যৌক্তিক সময়ের মধ্যেই দেশে নির্বাচন হবে।

বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন কবে নির্বাচন হবে সেটা দেশের মানুষ ঠিক করবে, কিন্তু তার জন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের কথা বলতে হবে। তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন পুলিশি স্টেট আর হবে না।

প্রধান উপদেষ্টার মামলাগুলো যেমন তুলে নেওয়া হয়েছে একইভাবে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

অযথা বলপ্রয়োগ করে কাউকে পদত্যাগে বাধ্য না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখনও এই সরকারের ভেতরে আগের ফ্যাসিস্টের দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে নইলে জাতি ক্ষমা করবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে ক্রিমিনাল অফেন্স: ফখরুল

আপডেট সময় :

 

আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেওয়া একটা ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, যিনি বর্তমান সরকারের নেতৃত্বে আছেন তিনি বরেণ্য ব্যক্তি। তার ওপর দেশের মানুষের আস্থা আছে তাদের কাছে প্রত্যাশা আকাশ সমান। যে জঞ্জাল রয়েছে সেগুলো সাফ করে একটা সুন্দর নির্বাচন দেবেন।

ফখরুল বলেন, আনসারদের যে তৎপরতা তা ভালো লক্ষণ নয় পরাজিতরা এধরনের কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে। এভাবে সচিবালয় ঘেরাও করে এই মুহূর্তে কোনো দাবি আাদায়ের চেষ্টা কোনো পক্ষেরই করা উচিত নয়, কেউ করবেন না।

সোমবার সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি বিশ্বাস করে যৌক্তিক সময়ের মধ্যেই দেশে নির্বাচন হবে।

বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন কবে নির্বাচন হবে সেটা দেশের মানুষ ঠিক করবে, কিন্তু তার জন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের কথা বলতে হবে। তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন পুলিশি স্টেট আর হবে না।

প্রধান উপদেষ্টার মামলাগুলো যেমন তুলে নেওয়া হয়েছে একইভাবে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

অযথা বলপ্রয়োগ করে কাউকে পদত্যাগে বাধ্য না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখনও এই সরকারের ভেতরে আগের ফ্যাসিস্টের দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে নইলে জাতি ক্ষমা করবে না।