ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

আবুল সরকারের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।
হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা মাওলানা মোজাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সদস্য মাওলানা রিয়াজুল করিম রিফাত, সদস্য মাওলানা মুইনুদ্দিন, সদস্য মাওলানা হাবিবুল্লাহ মাদানী, সদস্য মাওলানা খায়রুজ্জামান, সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, সদস্য মাওলানা জাকারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম নিয়ে কটাক্ষ বা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি গুরুতর দন্ডনীয় অপরাধ উল্লেখ করে তারা বলেন, সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও উসকানি সৃষ্টি করতে পারে এমন বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা দাবি করেন ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে কেউ যেন পার পেয়ে না যায়। এজন্য সরকারের উচিত অভিযোগটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা। অতীতেও বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা ধর্মীয় মূল্যবোধকে হেয় করার প্রবণতা লক্ষ্য করা গেছে। এ ধরনের বক্তব্য কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে। যার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হয়। তাই এ ঘটনা শুধু ধর্মীয় নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবুল সরকারের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

আপডেট সময় :

ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।
হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা মাওলানা মোজাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সদস্য মাওলানা রিয়াজুল করিম রিফাত, সদস্য মাওলানা মুইনুদ্দিন, সদস্য মাওলানা হাবিবুল্লাহ মাদানী, সদস্য মাওলানা খায়রুজ্জামান, সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, সদস্য মাওলানা জাকারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম নিয়ে কটাক্ষ বা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি গুরুতর দন্ডনীয় অপরাধ উল্লেখ করে তারা বলেন, সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও উসকানি সৃষ্টি করতে পারে এমন বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা দাবি করেন ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে কেউ যেন পার পেয়ে না যায়। এজন্য সরকারের উচিত অভিযোগটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা। অতীতেও বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা ধর্মীয় মূল্যবোধকে হেয় করার প্রবণতা লক্ষ্য করা গেছে। এ ধরনের বক্তব্য কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে। যার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হয়। তাই এ ঘটনা শুধু ধর্মীয় নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে।