কটিয়াদীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে কটিয়াদী বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি ডা: জহর লাল সাহা, সহ-সভাপতি শরাফত লস্কর পারভেজ, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঞা শ্যামল, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাদিউল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মোবারক হোসেন, আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. জয়নাল আবেদীন, মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আ. কুদ্দুছ রতন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দীন সাবেরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
















