ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে চান্দিনাভিটি এক বছরের নবায়ন ও বকেয়া হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খেপুপাড়ায় সরাসরি মাঠপর্যায়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক।
দিনব্যাপী কার্যক্রমে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এবছর চান্দিনাভিটি থেকে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে কাজ করছে উপজেলা ভূমি প্রশাসন। আগামী এক সপ্তাহের মধ্যেই সকল ব্যবসায়ীর চান্দিনাভিটি নবায়ন সম্পন্ন করার পরিকল্পনা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসহ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম রেজা মিরা বলেন, “বিগত দিনে বন্দোবস্তের নামে ব্যবসায়ীরা হয়রানি হতো। কিন্তু এই উদ্যোগের ফলে সেই হয়রানি বন্ধ হয়েছে। আমরা চাই এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, “কোন ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হন, এজন্যই আমরা তাদের কাছে গিয়ে সেবা দিচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে যাতে সহজে নবায়ন করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় ব্যবসায়ীদের দোরগোড়ায় ভূমি সেবা

আপডেট সময় :

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে চান্দিনাভিটি এক বছরের নবায়ন ও বকেয়া হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খেপুপাড়ায় সরাসরি মাঠপর্যায়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক।
দিনব্যাপী কার্যক্রমে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এবছর চান্দিনাভিটি থেকে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে কাজ করছে উপজেলা ভূমি প্রশাসন। আগামী এক সপ্তাহের মধ্যেই সকল ব্যবসায়ীর চান্দিনাভিটি নবায়ন সম্পন্ন করার পরিকল্পনা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসহ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম রেজা মিরা বলেন, “বিগত দিনে বন্দোবস্তের নামে ব্যবসায়ীরা হয়রানি হতো। কিন্তু এই উদ্যোগের ফলে সেই হয়রানি বন্ধ হয়েছে। আমরা চাই এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, “কোন ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হন, এজন্যই আমরা তাদের কাছে গিয়ে সেবা দিচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে যাতে সহজে নবায়ন করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।