কাঁঠালিয়ায় কেন্দ্রীয় সেবাশ্রম কমিটির কার্যক্রম স্থাগিত
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কেন্দ্রিয় সেবাশ্রমের কমিটির কার্যক্রম স্থাগিত করেছে জেলা জজ আদালত। গত বৃহস্পবিার (১ জানুয়ারী) জেলা জজ আদালত কাঁঠালিয়া কোর্টের বিচারক এ আদেশ দেন। আদেশে ২০২৫ সালের ১৮ জুলাই তারিখের মন্দির কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন এবং বিবাদীদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার মো.মিজানুর রহমান। বিষয়টি মামলার বাদী শ্যামল চন্দ্র মন্ডল গতকাল মঙ্গলবার সাংবাদিকদের অবহিত করেন। গত বছরের ১৮ জুলাই গোপাল চন্দ্র মন্ডলকে সভাপতি এবং তপন চন্দ্র হাওলাদারকে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছিল। যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে কমিটির সভাপতি শ্যামল চন্দ্র মন্ডল বাদী হয়ে নুতন কমিটির বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। আদালত অস্থায়ী নিষোজ্ঞা জারি করেন।
মামলার বিবাদী বর্তমান কমিটির সাধারন সম্পাদক সাবেক মেম্বার তপন চন্দ্র হাওলাদার জানান, শুনেছি কমিটির বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে নোটিশ এখনও পাইনি। পেলে জবাব দেওয়া হবে। তিনি আরও জানান, প্রশাসন ও এলাকার সকল হিন্দু সমাজের উপস্থিতিতে গঠনতান্তিক ভাবে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সেবাশ্রমের কমিটি গঠন করা হয়েছে।















