গৌরীপুরে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে মনিঋষি, চৌহান ও রবিদাস সম্প্রদায়ের দুস্থ ও অসহায়দের শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম জোবায়ের হোসাইন প্রধান অতিথি থেকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিক ভাবে শীতের কম্বল উপহার দেন।
অপ্রত্যাশিত ভাবে শীতের নতুন কম্বল উপহার পেয়ে হাসি ফুটে উঠে মনি ঋষি, চৌহান ও রবিদাস সম্প্রদায়ের দুস্থ ও অসহায় মানুষদের মুখে।
কম্বল উপহার পাওয়া অঞ্জন ঋষি বলেন, এই শীতে গরম কাপড় না থাকায় রাতে ঘুমাতে খুব কষ্ট হতো। এখন নতুন কম্বল উপহার পেয়েছি, শীতের রাতে আর ঘুমাতে কষ্ট হবে না।
বাদল রবিদাস বলেন, কয়েকদিন ধরে শীতে পড়েছে। পুরাতন কাপড় পড়ে শীতে কষ্ট করছিলাম। আজ কম্বল উপহার পেয়ে খুব ভালো লাগছে।
দিলু চৌহান, এই শীতের রাতে গরম কাপড়ের অভাবে জীবন যায় যায় অবস্থা। নতুন কম্বল উপহার পেয়েছি। কম্বল জড়িয়ে রাতে ভালো ঘুম হবে।
সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম জোবায়ের হোসাইন বলেন,আজকে উপজেলার ঋষি, রবিদাস, চৌহান সম্প্রদায় সহ অন্যান্য অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে দুই শতাধিক কম্বল উপহার দেয়া হয়েছে। কম্বল উপহার পাওয়ার পর মানুষগুলোর মুখে যে হাসি ফুটে উঠছে সেটাই আমার পরম পাওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবানীড়ের প্রতিষ্ঠিতা সদস্য আজিজুল ইসলাম মাস্টার, অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রুবেল, স্বজন সমাবেশ সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম আল রাজ প্রমুখ।



















