সংবাদ শিরোনাম ::
ঘাটাইলে গণভোট বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সদর ইউনিয়নের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপশী শীল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান সরকার।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগীদের তথ্য সরাসরি যাচাই লাইভ ভেরিফিকেশন করা হয় এবং উঠান বৈঠক ও ২১ টি প্রস্তাবের মাধ্যমে গণভোট ও জুলাই জাতীয় সনদের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হয়।
















