চকরিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা, একটি Toyota Noah গাড়ি ও মাদক পরিবহনে ব্যবহৃত মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার চকরিয়া থানার একটি আভিযানিক দল লাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় তল্লাশি পরিচালনা করে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। পুলিশের দাবি—মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় সন্দেহজনক একটি Toyota Noah গাড়ি থামিয়ে তল্লাশি করা হলে ইয়াবাগুলো পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম- মো. জসিম হাওলাদার (৩৯), পিতা: সফি হাওলাদার, মাতা: রাহেলা বেগম, সাং: সলিমপুর, কলাপাড়া, পটুয়াখালী।
পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি এবং মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চকরিয়া থানার সূত্র জানিয়েছে—জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। জেলার মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

















