জাবিতে দুই শিক্ষকের অব্যহতির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ৮৩৪ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস ও সুপ্রভাত পালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের হেনস্থা, তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে আখ্যা দেওয়া, শিক্ষার্থীর গায়ে হাত তোলা, ছাত্রীকে যৌন নিপীড়ন, পরিকল্পিতভাবে রেজাল্ট কমিয়ে দেয়াসহ ৯ দফা দাবিতে দুই শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট জড়ো হয়ে মিছিল নিয়ে ডিপার্টমেন্টে গিয়ে অনিদ্রিষ্টকালের জন্য ডিপার্টমেন্ট বন্ধ ঘোষনা করে তালা মেরে দেন শিক্ষার্থীরা। এরপর সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে যান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন তারা।
এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা আইন অনুষদের ডিন ও বিভাগের সভাপতি তাপস কুমার দাস ও সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালের বিরুদ্ধে এসব অভিযোগ এনে তাদেরকে চাকরি থেকে অব্যহতির দাবি জানান।


























