সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় বেশি দামে এলপি গ্যাস বিক্রি, জরিমানা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা সদর বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া সুমাইয়া স্টোরের মালিক মো. নজরুল ইসলাম মিয়া ও মোল্লা স্টোরের মালিক মো. জিলু মোল্লাকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
















