ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেই প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, আধুনিক প্রযুক্তিতেই প্রাণিসম্পদের টিকসই উন্নয়ন সম্ভব বলেছেন প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন।
“দেশের জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে
নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজনে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।
, প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা ও উন্নত জাতের গবাদিপশু ব্যবহারের ফলে দুধ, মাংস ও ডিম উৎপাদনে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে। এতে যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, তেমনি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিশেষ অতিথি নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা এবং বিশেষ অতিথি নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। তারা বলেন, খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও বাজার ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা জরুরি।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগিসহ প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এ প্রদর্শনী খামারিদের আধুনিক ও লাভজনক খামার ব্যবস্থাপনায় উৎসাহিত করবে এবং প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

আপডেট সময় :

আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেই প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, আধুনিক প্রযুক্তিতেই প্রাণিসম্পদের টিকসই উন্নয়ন সম্ভব বলেছেন প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন।
“দেশের জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে
নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজনে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।
, প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা ও উন্নত জাতের গবাদিপশু ব্যবহারের ফলে দুধ, মাংস ও ডিম উৎপাদনে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে। এতে যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, তেমনি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিশেষ অতিথি নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা এবং বিশেষ অতিথি নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। তারা বলেন, খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও বাজার ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা জরুরি।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগিসহ প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এ প্রদর্শনী খামারিদের আধুনিক ও লাভজনক খামার ব্যবস্থাপনায় উৎসাহিত করবে এবং প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।