বান্দরবানে দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান
- আপডেট সময় : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় যাকাত বোর্ড কর্তৃক পরিচালিত বান্দরবানে প্রশিক্ষণ প্রাপ্ত দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আর সেই সাথে ভাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ইসলামিক মিশনের সদর উপকেন্দ্রের আয়োজনে সুয়ালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত দু:স্থ মহিলাদের মধ্যে এই সেলাই মেশিন ও ভাতা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো.সেলিম উদ্দিন। এসময় ইসলামিক মিশনের সদর উপকেন্দ্রের মিশন প্রধান মো.আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে সেলাই মেশিন ও ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, ইউনিয়ন পরিষদের সদস্য মো.আব্দুর সবুরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো.সেলিম উদ্দিন বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ইসলামিক মিশনের সদর উপকেন্দ্রের মাধ্যমে এই পর্যন্ত ৩০টি ব্যাচে ৬৬০জন দু:স্থ মহিলাকে বিনামুল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান করেছে এবং ১১৭টি সেলাই মেশিন প্রদান করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে।
এসময় প্রধান অতিথি আরো বলেন, পুরুষের পাশাপাশি নারীদের ও সংসারের দায়িত্ব নিতে হবে। শুধু পুরুষ নির্ভর হলে চলবে না ,পারিবারিক ভরণ পোষনের জন্য বিভিন্ন সবজি ক্ষেত আবাদ,পশু-মৎস্য পালনসহ বিভিন্নভাবে সামাজিক কর্মকান্ডে এগিয়ে নারীদেরও পরিবারের কর্তার সাথে যোগান দিতে হবে। এসময় তিনি সেলাই প্রশিক্ষণ গ্রহণকারীদের বিনামুল্যে প্রাপ্ত এই সেলাই মেশিন ব্যবহার করে বিভিন্ন পোষাকাদি সেলাই করে নিজ নিজ পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
ইসলামিক মিশনের সদর উপকেন্দ্রের মিশন প্রধান মো.আব্দুল্লাহ আল মাসউদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বান্দরবানের ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ১৮জন নারীকে ১টি করে সেলাই মেশিন (সম্পূর্ণ সেট) এবং ৪৭জন প্রশিক্ষনার্থীকে ৫হাজার টাকা করে যাকাত ও প্রশিক্ষণ ভাতা বাবদ সর্বমোট ২লক্ষ ৩৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।