ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য জেলা পর্যায়ে ‘মানব পাচার প্রতিরোধ কমিটি’র বিশেষ সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
আজ ​বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আশ্বাস প্রকল্প,এস ডি এস (শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। তিনি মানব পাচারকে একটি জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করে বলেন, “মানব পাচার প্রতিরোধে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”
​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শামছুল আজম, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, মৃন্ময় মহাজন, এ্যাডভোকেট সিপ্রা গোস্বামী, এবং মানব পাচার প্রতিরোধ কমিটি নর্থ চ্যানেল ইউনিয়ন কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সালমা আক্তার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
​বক্তারা পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান, মানসিক কাউন্সিলিং এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার বিষয়ে আলোচনা করেন।
​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশ্বাস প্রকল্পের পরিচালক এস এম জাকির হোসেন।
​ সম্মেলনটি সঞ্চালনা করেন উইনড্রোক আশ্বাস প্রকল্প ‍(এস ডি এস) এর রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুজ্জামান। সম্মেলনে সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানব পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ ফরিদপুর

আপডেট সময় :

ফরিদপুরে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য জেলা পর্যায়ে ‘মানব পাচার প্রতিরোধ কমিটি’র বিশেষ সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
আজ ​বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আশ্বাস প্রকল্প,এস ডি এস (শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। তিনি মানব পাচারকে একটি জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করে বলেন, “মানব পাচার প্রতিরোধে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”
​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শামছুল আজম, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, মৃন্ময় মহাজন, এ্যাডভোকেট সিপ্রা গোস্বামী, এবং মানব পাচার প্রতিরোধ কমিটি নর্থ চ্যানেল ইউনিয়ন কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সালমা আক্তার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
​বক্তারা পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান, মানসিক কাউন্সিলিং এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার বিষয়ে আলোচনা করেন।
​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশ্বাস প্রকল্পের পরিচালক এস এম জাকির হোসেন।
​ সম্মেলনটি সঞ্চালনা করেন উইনড্রোক আশ্বাস প্রকল্প ‍(এস ডি এস) এর রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুজ্জামান। সম্মেলনে সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।