মীরগঞ্জ-ভাদেশ্বর সড়কে কুড়া সেতুর ওভারব্রিজ ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ–ভাদেশ্বর সড়কে অবস্থিত কুড়া সেতুর ওভারব্রিজ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে অবস্থিত এই গুরুত্বপূর্ণ ওভারব্রিজ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওভারব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, সড়কের উপরের অংশ ক্ষতিগ্রস্ত এবং নিরাপত্তা রেলিংয়ের অবস্থা নাজুক। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে বলে অভিযোগ রয়েছে। এতে করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ সাধারণ পথচারীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এলাকাবাসীরা জানান, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি। অথচ বারবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
দ্রুত সময়ের মধ্যে কুড়া সেতুর ওভারব্রিজ সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
















