ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

রামুতে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চায়না রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলম ও এএসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামি নুর মোহাম্মদ ওরফে কালু চৌকিদারের বসতঘরে তল্লাশি চালান। এ সময় ঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি খালি খোসা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত রাত সাড়ে ১২টার দিকে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অস্ত্র ও গোলাবারুদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি নুর মোহাম্মদ (৩৬) শহর আলীর ছেলে। তিনি ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় :
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চায়না রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলম ও এএসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামি নুর মোহাম্মদ ওরফে কালু চৌকিদারের বসতঘরে তল্লাশি চালান। এ সময় ঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি খালি খোসা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত রাত সাড়ে ১২টার দিকে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অস্ত্র ও গোলাবারুদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি নুর মোহাম্মদ (৩৬) শহর আলীর ছেলে। তিনি ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।