ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

রামুতে ইয়াবা ও অর্থসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার খ্রিস্টাব্দ সকালে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই (নিঃ) জয়নাল আবেদীন।
সকাল আনুমানিক ৭টায় রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেছুয়া পালং ঝুমকাটা গ্রামের আব্দুল মোনাফের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আসামি রফিকুল ইসলাম (২৬) ও আবদুল শুক্কুর (৩২)-এর হেফাজত থেকে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামিই আব্দুল মোনাফ ও সেলিনা আকতারের সন্তান। তাদের বাড়ি ধেছুয়া পালং, ঝুমকাটা, ৪ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর খুনিয়াপালং ইউনিয়ন, রামু থানা, কক্সবাজার জেলায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিদ্বয় বিভিন্ন পেশার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে ইয়াবা ও অর্থসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় :

রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার খ্রিস্টাব্দ সকালে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই (নিঃ) জয়নাল আবেদীন।
সকাল আনুমানিক ৭টায় রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেছুয়া পালং ঝুমকাটা গ্রামের আব্দুল মোনাফের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আসামি রফিকুল ইসলাম (২৬) ও আবদুল শুক্কুর (৩২)-এর হেফাজত থেকে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামিই আব্দুল মোনাফ ও সেলিনা আকতারের সন্তান। তাদের বাড়ি ধেছুয়া পালং, ঝুমকাটা, ৪ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর খুনিয়াপালং ইউনিয়ন, রামু থানা, কক্সবাজার জেলায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিদ্বয় বিভিন্ন পেশার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।