ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণসভা Logo ঘাটাইলে স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo গৌরীপুরে ৩১ দফা বাস্তবায়ন ও দলকে নির্বাচন মুখী করতে বিএনপির আলোচনা সভা Logo গোলাপগঞ্জে শিশু ধর্ষনের মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন Logo ভেদরগঞ্জে জমি বিক্রির বায়না নিয়ে প্রতারণায় পাল্টা পাল্টি অভিযোগ Logo খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo বাগেরহাটে আসন পুনর্বহালের আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান Logo শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার Logo বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে সর্বাত্মক হরতাল পালিত Logo রামগতিতে পাওনা টাকা চাওয়ায় দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ খুন, আটক ৩

রাজউকের প্লট নিয়ে প্রতারণা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজউক এর পূর্বাচল প্রকল্পে ৪ টি তিন কাঠার প্লট ভূয়া মালিক দ্বারা ভুমি দস্যু মাফিয়া মোঃ রিপন মিয়া (জঙ্গলবাড়ীর রিপন), রাজিব হোসেন (রাজু) (বড়কাউ এর রাজু), গাজীপুর জেলা প্রসাশকের এল.ও অফিসের পিয়ন মনোয়ার হোসেন মঞ্জু এই ভূমি দস্যু মাফিয়া চক্র মিলে কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে ৬/০২/২০২১ ইং তারিখে ১৩৪৭ নং বায়না দলিল, পরবর্তীতে ১০৬৩/২০২১ নং আরও একটি বায়না দলিল দ্বারা ২০১১১৫ নং কোডের বিপরীতে বরাদ্দকৃত ৩ (তিন) কাঠার প্লট যাহার প্লট আইডি ১৫- ৪০৭-০৫ প্লটটির মূল বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথী কে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে মাহমুদা বেগম বিথী বানিয়ে দুইটি জাল বায়না দলিল রেজিষ্ট্রি করে।

বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথি বিষয়টি জানার পর রাজউক-এ অভিযোগ করতে আসলে তাকে উক্ত মাফিয়া চক্র বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে রাজউক থেকে বিতাড়িত করে। পরবর্তীতে ০৫/০১/২০২৫ ইং তারিখে মূল বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথীর ৩ (তিন) মাসের বাচ্চাকে জিম্মি করে তাকে বাধ্য করে তার প্লটের আম-মোক্তার নিয়োগের হাজিরা পত্রে স্বাক্ষর করে নেন। এভাবে আরও ৩ টি প্লট ০১/০২/২০২১ তারিখে ১১৭১ নং বায়না দলিল, ০৮/০২/২০২১ ইং তারিখে ১৩৪৫ নং বায়না দলিল এবং ০৩/১০/২০২১ ইং তারিখে ৯১৬ নং বায়না দলিল মুল বরাদ্দ গ্রহিতাদেরকে বাদ দিয়ে তাদের স্থানে অন্য মানুষকে স্বাক্ষর করিয়ে দলিল রেজিষ্ট্রি করে নেন। এভাবে বছরের পর বছর এই মাফিয়া চক্র সরল মানুষের প্লট তাদের কাছ থেকে এভাবে হাতিয়ে নিচ্ছে। এরা প্রভাবশালী বিধায় এদের বিরুদ্ধে কেউ কথা বলে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজউকের প্লট নিয়ে প্রতারণা

আপডেট সময় :

রাজউক এর পূর্বাচল প্রকল্পে ৪ টি তিন কাঠার প্লট ভূয়া মালিক দ্বারা ভুমি দস্যু মাফিয়া মোঃ রিপন মিয়া (জঙ্গলবাড়ীর রিপন), রাজিব হোসেন (রাজু) (বড়কাউ এর রাজু), গাজীপুর জেলা প্রসাশকের এল.ও অফিসের পিয়ন মনোয়ার হোসেন মঞ্জু এই ভূমি দস্যু মাফিয়া চক্র মিলে কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে ৬/০২/২০২১ ইং তারিখে ১৩৪৭ নং বায়না দলিল, পরবর্তীতে ১০৬৩/২০২১ নং আরও একটি বায়না দলিল দ্বারা ২০১১১৫ নং কোডের বিপরীতে বরাদ্দকৃত ৩ (তিন) কাঠার প্লট যাহার প্লট আইডি ১৫- ৪০৭-০৫ প্লটটির মূল বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথী কে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে মাহমুদা বেগম বিথী বানিয়ে দুইটি জাল বায়না দলিল রেজিষ্ট্রি করে।

বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথি বিষয়টি জানার পর রাজউক-এ অভিযোগ করতে আসলে তাকে উক্ত মাফিয়া চক্র বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে রাজউক থেকে বিতাড়িত করে। পরবর্তীতে ০৫/০১/২০২৫ ইং তারিখে মূল বরাদ্দ গ্রহিতা মাহমুদা বেগম বিথীর ৩ (তিন) মাসের বাচ্চাকে জিম্মি করে তাকে বাধ্য করে তার প্লটের আম-মোক্তার নিয়োগের হাজিরা পত্রে স্বাক্ষর করে নেন। এভাবে আরও ৩ টি প্লট ০১/০২/২০২১ তারিখে ১১৭১ নং বায়না দলিল, ০৮/০২/২০২১ ইং তারিখে ১৩৪৫ নং বায়না দলিল এবং ০৩/১০/২০২১ ইং তারিখে ৯১৬ নং বায়না দলিল মুল বরাদ্দ গ্রহিতাদেরকে বাদ দিয়ে তাদের স্থানে অন্য মানুষকে স্বাক্ষর করিয়ে দলিল রেজিষ্ট্রি করে নেন। এভাবে বছরের পর বছর এই মাফিয়া চক্র সরল মানুষের প্লট তাদের কাছ থেকে এভাবে হাতিয়ে নিচ্ছে। এরা প্রভাবশালী বিধায় এদের বিরুদ্ধে কেউ কথা বলে না।