কাঠগড়ায় ইনু-আনিসুলের খোশগল্প

- আপডেট সময় : ২৪৫ বার পড়া হয়েছে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সচরাচর আদালতের কাঠগড়ায় নিশ্চুপ থাকেন। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তাকে কথা বলতে দেখা গেছে। এদিন সকাল ৯ টা ৫০ মিনিটে আদালতে তোলার পর সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে খোশগল্পে মেতে উঠেন আনিসুল হক। অন্য সময় ইনু ও মেননকে কাঠগড়ায় গল্প করতে দেখা গেলেও আজ তেমন দৃশ্য দেখা যায়নি। কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়ে ছিলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। এরপর বেলা ১০টা ১মিনিটে বিচারক এজলাসে আসেন। শুরু হয় রিমান্ড শুনানি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ডা. দীপু মনিকে চার দিনের রিমান্ডে দেন আদালত। অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন হত্যা মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এরপর একে একে কাঠগড়ায় থাকা সব আসামিকে পুলিশের হেলমেট পরানো হয়। আগ থেকেই তাদের গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। এরপর কড়া পুলিশি প্রহরায় তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এসময় সব আসামি মাথা নিচু করে ছিল।