ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে: আতিউর রহমান

আফরোজা ইয়াসমিন, নাটোর
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৪২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শিক্ষালয়ে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। আর সেই রকমের শিক্ষকেরও খুবই দরকার। ডিজিটাল যুগে হয়তো তোমরা অনেকে বই পড়ার চেয়ে মোবাইলে বেশি সময় কাটাও। সময়ের দাবী অনুযায়ী এটা করতেই হয়। কিন্তু তার একটা সীমা রয়েছে। কিছু সময় মোবাইলে কাটালেও বাকি সময় বই পড়তে হবে। শিক্ষালয়ে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে রোলার স্কেটিং গ্রাউন্ডে আয়োজিত শিক্ষার্থী পারিববারিক পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্ণর ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান।

এসময় ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলেও শিক্ষার মান সে রকম বাড়েনি। এ ক্ষেত্রে শিক্ষক আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের সে রকম শিক্ষক গড়তে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব বজলুর রহমান, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, রবিন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ নাটোর জেলা শাখার সহ সভাপতি এ্যাড, খগেন্দ্র নাথ রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে নাটোর জেলার ১০০জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন ড. আতিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে: আতিউর রহমান

আপডেট সময় : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

 

শিক্ষালয়ে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। আর সেই রকমের শিক্ষকেরও খুবই দরকার। ডিজিটাল যুগে হয়তো তোমরা অনেকে বই পড়ার চেয়ে মোবাইলে বেশি সময় কাটাও। সময়ের দাবী অনুযায়ী এটা করতেই হয়। কিন্তু তার একটা সীমা রয়েছে। কিছু সময় মোবাইলে কাটালেও বাকি সময় বই পড়তে হবে। শিক্ষালয়ে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে রোলার স্কেটিং গ্রাউন্ডে আয়োজিত শিক্ষার্থী পারিববারিক পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্ণর ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান।

এসময় ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলেও শিক্ষার মান সে রকম বাড়েনি। এ ক্ষেত্রে শিক্ষক আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের সে রকম শিক্ষক গড়তে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব বজলুর রহমান, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, রবিন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ নাটোর জেলা শাখার সহ সভাপতি এ্যাড, খগেন্দ্র নাথ রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে নাটোর জেলার ১০০জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন ড. আতিউর রহমান।