ইসলামী বিশ্ববিদ্যালয়ে ত্রাণযজ্ঞ
- আপডেট সময় : ১২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যা কবলিত মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বানভাসি মানুষের মধ্যে প্রায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী বিতরণ করা হবে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। এছাড়া ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকে বন্যার্ত মানুষের জন্য ফান্ড কালেকশন করেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরে দিনরাত পরিশ্রম করে আসছে। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য ফান্ড কালেকশন করেছেন।
স্থানীয় এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে সহযোগিতা পাঠিয়েছেন। ইতোমধ্যে ১ হাজারের বেশি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এরপর বানভাসি মানুষের পুনর্বাসনের জন্যেও কাজ করার ইচ্ছে রয়েছে তাদের।