গ্যাস ও বিদ্যুতের পর বাড়ছে জ্বালানি তেলের দাম
- আপডেট সময় : ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
মার্চ মাস থেকে প্রতিমসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হবে
গ্যাস ও বিদ্যুতের পর জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলেন বিদ্যুৎ ও জ¦ালানি প্রতিমন্ত্রী। শুক্রবার (১ মার্চ) থেকে প্রতিমসে জ¦ালানি তেলের দাম সন্বয় করা হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ কথা জানান প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কাল-পরশুর মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে বিদ্যুতে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহৃত গ্যাসের দাম ৭০ পয়সা বাড়ানো হয়েছে। তেলের দামও ডায়নামিক প্রাইসে নির্ধারণ করা হয়েছে।
শিগগিরই তেলের দাম সমন্বয় নিয়ে প্রজ্ঞাপন আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কয়লা, তেল ও গ্যাসসহ জ্বালানি যে দামে কেনা হতো, তাতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত বছরে মারাত্মকভাবে এই পরিবর্তন আসে।
ডায়নামিক প্রাইস হচ্ছে, বিশ্বে যদি জ্বালানির দাম বৃদ্ধি পেলে বাংলাদেশের বাজারেও সঙ্গে সঙ্গে দাম বাড়ানো হবে। বিশ্বে দাম কমলে বাংলাদেশেও কমবে। এটি প্রতিমাসের প্রথম সপ্তাহে করা হবে। পার্শ্ববর্তী দেশ এমনটি প্রতিদিন করে থাকে।
এ সময় প্রতিমন্ত্রী পড়শি কলকাতার কথা উল্লেখ করে বলেন, সেখানে এক লিটার ডিজেলের দাম ১৩৩ টাকা। আমাদের দেশে ডিজেলের দাম ১০৯ টাকা। গ্যাসের দাম নিয়ে মন্ত্রীর বক্তব্য এভাবে গ্যাসের দামও আমাদের ডলারের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে।