নাটোরে জাতীয় স্থানীয় ও সরকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

- আপডেট সময় : ০৪:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
স্মার্ট হবে স্থানীয় জাতীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে দিবস টি উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় আলাইপুর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে বর্ণ্নাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব স্থানীয় সরকার মোঃ ওয়ালিউল হাসান, সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন ভূঁইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূঁঞা,, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব-বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন নাহার কাজল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শেষে বক্তাগনেরা জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে আলোচনা করেন।