ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বিসিবির কার্যালয় পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

বিসিবির কার্যালয় পরিদর্শন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব  

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সোমবার (১৯ আগস্ট দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। একাদল শিক্ষার্থীও স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে জড়ো হতে থাকেন। বেলা একটার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিসিবির কার্যালয়ে প্রবেশ করেন।

প্রায় দুই ঘণ্টা স্টেডিয়ামের বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তা ও নারী ক্রিকেট দলের সঙ্গে মতবিনিময় করেন। বেলা তিনটায় স্টেডিয়াম ছাড়ার আগ পর্যন্ত তামিম ইকবাল ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়েছেন ক্রীড়া উপদেষ্টাকে।

এদিন দুপুরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়ামে আসার আগেই স্টেডিয়ামের ভেতর ও বাইরে লোকে লোকারণ্য হয়ে ওঠে। আসিফ মাহমুদকে বরণ করে নিতে বেলা ১১টা থেকেই ভিড় বাড়তে থাকে। কিছু কিছু শিক্ষার্থীর হাতে প্ল্যাকার্ডও দেখা গেছে।

সেখানে লেখা-দুর্নীতি আর কত? বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই, বিসিবির দালালরা হুঁশিয়ার, ক্রিকেটে আর কত দিন দুর্নীতি চলবে? নতুন ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে আসেন একদল ক্রীড়া সংগঠক।

উপদেষ্টা আসার আগেই তামিম ইকবাল চলে যান স্টেডিয়ামে। এর আধাঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করেন ক্রীড়া উপদেষ্টা। শুরুতেই আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সাবেক নির্বাচক ও বর্তমান নারী দলের প্রধান হাবিবুল বাশার সুমন। এরপর মাঠে নেমে ড্রেসিংরুম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা।

মাঠে ঢুকেই তামিম পূর্বপাশের গ্যালারির দিকে আঙুল দেখিয়ে আসিফের উদ্দেশে বলেন, এখানে একটা ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিন ছিল। ঝড়ে ভেঙে গেছে। তামিমের এমন কথায় পুরোনো স্মৃতিতে ফিরে গেলেন ক্রীড়া উপদেষ্টা। স্মৃতি হাতরে এরপর বললেন, হ্যাঁ, আমি দেখেছি। ২০১৪ সালে যখন মাঠে এসেছিলাম। সম্ভবত এখানে বসেছিলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবির কার্যালয় পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

 

সোমবার (১৯ আগস্ট দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। একাদল শিক্ষার্থীও স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে জড়ো হতে থাকেন। বেলা একটার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিসিবির কার্যালয়ে প্রবেশ করেন।

প্রায় দুই ঘণ্টা স্টেডিয়ামের বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তা ও নারী ক্রিকেট দলের সঙ্গে মতবিনিময় করেন। বেলা তিনটায় স্টেডিয়াম ছাড়ার আগ পর্যন্ত তামিম ইকবাল ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়েছেন ক্রীড়া উপদেষ্টাকে।

এদিন দুপুরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়ামে আসার আগেই স্টেডিয়ামের ভেতর ও বাইরে লোকে লোকারণ্য হয়ে ওঠে। আসিফ মাহমুদকে বরণ করে নিতে বেলা ১১টা থেকেই ভিড় বাড়তে থাকে। কিছু কিছু শিক্ষার্থীর হাতে প্ল্যাকার্ডও দেখা গেছে।

সেখানে লেখা-দুর্নীতি আর কত? বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই, বিসিবির দালালরা হুঁশিয়ার, ক্রিকেটে আর কত দিন দুর্নীতি চলবে? নতুন ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে আসেন একদল ক্রীড়া সংগঠক।

উপদেষ্টা আসার আগেই তামিম ইকবাল চলে যান স্টেডিয়ামে। এর আধাঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করেন ক্রীড়া উপদেষ্টা। শুরুতেই আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সাবেক নির্বাচক ও বর্তমান নারী দলের প্রধান হাবিবুল বাশার সুমন। এরপর মাঠে নেমে ড্রেসিংরুম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা।

মাঠে ঢুকেই তামিম পূর্বপাশের গ্যালারির দিকে আঙুল দেখিয়ে আসিফের উদ্দেশে বলেন, এখানে একটা ইলেকট্রনিক জায়ান্ট স্ক্রিন ছিল। ঝড়ে ভেঙে গেছে। তামিমের এমন কথায় পুরোনো স্মৃতিতে ফিরে গেলেন ক্রীড়া উপদেষ্টা। স্মৃতি হাতরে এরপর বললেন, হ্যাঁ, আমি দেখেছি। ২০১৪ সালে যখন মাঠে এসেছিলাম। সম্ভবত এখানে বসেছিলাম।