বৃহস্পতিবার ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা
- আপডেট সময় : ০৩:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার প্রথম ধাপে ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বুধবার (২০ মার্চ) সংবাদমাধ্যমকে এতথ্য জানিয়ে বলেন, ব্যালট ও ইভিএমে উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী মে মাসে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।
তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য ইসির পাঠানো সকল প্রস্তাবই গ্রহণ আমলে নিয়েছে আইন মন্ত্রণালয়। সমর্থনসূচক তালিকা জমার বিধান তুলে দেয়া হয়েছে।
তাতে কোন প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে ভোট করতে সহজ হবে। পাশাপাশি রঙিন পোস্টারও ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। সেই সঙ্গে জামানত বাড়ানো হয়েছে। আর প্রিসাইডিং কর্মকর্তাকে অনিয়ম হলে ভোটকেন্দ্র বন্ধের ক্ষমতা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।