ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

শহিদ আবু সাঈদ মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল

কোর্ট রিপোর্টার
  • আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ আন্দোলনে শহিদদের কেন “জাতীয় বীর” ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আরও জানতে চাওয়া হয়েছে, আন্দোলনে শহিদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে তা গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না।
পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের “জাতীয় সংস্কারক” কেন ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে, গত ২৫ জানুয়ারি এ বিষয়ে পদক্ষেপ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান ইমদাদুল হক নামের এক ব্যক্তি। কিন্তু লিগ্যাল নোটিশ পাওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি তিনি রিট আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহিদ আবু সাঈদ মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল

আপডেট সময় :

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ আন্দোলনে শহিদদের কেন “জাতীয় বীর” ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আরও জানতে চাওয়া হয়েছে, আন্দোলনে শহিদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে তা গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না।
পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের “জাতীয় সংস্কারক” কেন ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে, গত ২৫ জানুয়ারি এ বিষয়ে পদক্ষেপ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান ইমদাদুল হক নামের এক ব্যক্তি। কিন্তু লিগ্যাল নোটিশ পাওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি তিনি রিট আবেদন করেন।