ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

শিশু ও কিশোরদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, জাতি গঠন ও সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। এ জন্য শিশু ও কিশোর-কিশোরীদের (৬ষ্ঠ শ্রেণী-১০ম শ্রেণী) পড়ালেখার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ইসলামিয়া হাই স্কুল মিলনায়তনে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের এ সব কথা বলেন তারা। ইসলামিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তৃতা করেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, পল্লবী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন, থানা একাডেমিক সুপারভাইসার শারমিন খান, এইচএনও স্কিল ডেভেরপমেন্ট সেন্টারের পুষ্টিবিদ ডা. তাসনিমা হক, মেডিক্যাল অফিসার ডা. মিশিতা দেবনাথ মৌ, গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপক রতন বালা প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষার প্রতি শিশুদের উৎসাহিত করতে গুড নেইবারস বাংলাদেশের ১২তম স্যামসাং ভিলেজ প্রজেক্টের আওতায় ২৮০ জন শিশু ও কিশোর-কিশোরীর মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তাদেরকে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় ওই সকল স্কুলে শিক্ষার মান উন্নয়ন, উপস্থিতির হার বাড়ানো, ঝড়ে পরা রোধ ও অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত গুড নেইবারস বাংলাদেশ ১৩টি জেলায় ১৭টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এবং ৪টি প্রকল্প নির্দিষ্ট প্রোগ্রামের (পিএসপি) মাধ্যমে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রম, ডিআরআর এবং রোহিঙ্গা জরুরি সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ২০০৭ সালে এমডিজি-২ পুরস্কার এবং ২০২৪ সালে শিক্ষক উন্নয়নে ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করেছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশু ও কিশোরদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান

আপডেট সময় : ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

 

শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, জাতি গঠন ও সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। এ জন্য শিশু ও কিশোর-কিশোরীদের (৬ষ্ঠ শ্রেণী-১০ম শ্রেণী) পড়ালেখার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ইসলামিয়া হাই স্কুল মিলনায়তনে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের এ সব কথা বলেন তারা। ইসলামিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তৃতা করেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, পল্লবী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন, থানা একাডেমিক সুপারভাইসার শারমিন খান, এইচএনও স্কিল ডেভেরপমেন্ট সেন্টারের পুষ্টিবিদ ডা. তাসনিমা হক, মেডিক্যাল অফিসার ডা. মিশিতা দেবনাথ মৌ, গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপক রতন বালা প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষার প্রতি শিশুদের উৎসাহিত করতে গুড নেইবারস বাংলাদেশের ১২তম স্যামসাং ভিলেজ প্রজেক্টের আওতায় ২৮০ জন শিশু ও কিশোর-কিশোরীর মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তাদেরকে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় ওই সকল স্কুলে শিক্ষার মান উন্নয়ন, উপস্থিতির হার বাড়ানো, ঝড়ে পরা রোধ ও অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত গুড নেইবারস বাংলাদেশ ১৩টি জেলায় ১৭টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এবং ৪টি প্রকল্প নির্দিষ্ট প্রোগ্রামের (পিএসপি) মাধ্যমে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রম, ডিআরআর এবং রোহিঙ্গা জরুরি সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ২০০৭ সালে এমডিজি-২ পুরস্কার এবং ২০২৪ সালে শিক্ষক উন্নয়নে ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করেছে সংস্থাটি।