সমন্বয়কদের ছাড়ার সিদ্ধান্ত আসেনি বলে জানালেন ডিবি প্রধান

- আপডেট সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
সমন্বয়কদের ছাড়ার সিদ্ধান্ত আসেনি বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। নিরাপত্তার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। বিভিন্ন মহল থেকে এ সমন্বয়কদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। ডিবির তরফে বলা হয়েছে, এই ৬ সমন্বয়ককে ছাড়ার কোনো সিদ্ধান্ত আসেনি।
মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ একথা জানান।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমসহ ডিবিতে অন্য যাদের আটক রাখা হয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।
মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে এই আলটিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।