অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশে বাংলাদেশের রিশাদ
- আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শনিবার (২৯ জুন) বার্বাডোজে ফাইনাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই আসরের সেরা একাদশ ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন।
একাদশের নেতৃত্বে অবশ্য চমক রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেননা দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের কেউই নেই। দলনেতা করা হয়েছে আফগানিস্তান তারকা স্পিনার রশিদ খানকে। এবার তার নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এবার ইতিহাস গড়েছে আফগানরা
ফাইনালিস্ট ভারতের সর্বোচ্চ তিনজন ক্রিকেটার আছেন একাদশে। এছাড়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে জায়গা পেয়েছেন।
দুই ওপেনার হিসেবে আছেন ট্রাভিস হেড এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিশ্বকাপযাত্রা সুপার এইটে থামলেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন হেড। ৭ ম্যাচে ২৫৫ রান এসেছে তার ব্যাট থেকে। চলতি বিশ্বকাপে শেষ কয়েক ম্যাচে ব্যাট হাতে ভারতের ত্রাতা হচ্ছেন রোহিত শর্মা। তার ৪১ বলে ৯২ রানের দানবীয় ইনিংসের কাছে হেরেই সুপার এইট থেকে কার্যত বিদায় হয়েছিল অস্ট্রেলিয়ার। ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৪৮ রান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশ: ট্রাভিস হেড, রশিদ খান (অধিনায়ক), রোহিত শর্মা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টোইনিস, হার্দিক পান্ডিয়া, রিশাদ হোসেন, ফজল হক ফারুকী, জসপ্রিত বুমরাহ ও আনরিখ নরকিয়া।