ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ত্রাণযজ্ঞ

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যা কবলিত মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বানভাসি মানুষের মধ্যে প্রায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী বিতরণ করা হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। এছাড়া ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকে বন্যার্ত মানুষের জন্য ফান্ড কালেকশন করেন তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরে দিনরাত পরিশ্রম করে আসছে। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য ফান্ড কালেকশন করেছেন।

স্থানীয় এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে সহযোগিতা পাঠিয়েছেন। ইতোমধ্যে ১ হাজারের বেশি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এরপর বানভাসি মানুষের পুনর্বাসনের জন্যেও কাজ করার ইচ্ছে রয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ত্রাণযজ্ঞ

আপডেট সময় : ১২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

 

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যা কবলিত মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বানভাসি মানুষের মধ্যে প্রায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী বিতরণ করা হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। এছাড়া ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকে বন্যার্ত মানুষের জন্য ফান্ড কালেকশন করেন তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের শিক্ষার্থীরা বিগত কয়েকদিন ধরে দিনরাত পরিশ্রম করে আসছে। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য ফান্ড কালেকশন করেছেন।

স্থানীয় এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে সহযোগিতা পাঠিয়েছেন। ইতোমধ্যে ১ হাজারের বেশি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এরপর বানভাসি মানুষের পুনর্বাসনের জন্যেও কাজ করার ইচ্ছে রয়েছে তাদের।