খেজুরের আমদানি শুল্ক কমল, থাকছে না অগ্রিম কর
- আপডেট সময় : ০৭:৩৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
পবিত্র রমজানকে কেন্দ্র করে আমদানি ও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে খেজুরে বিদ্যমান মোট করভার কমিয়েছে সরকার। এটির হার ৬৩ দশমিক ৬০ হতে কমিয়ে ৩৮ দশমিক ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সম্পর্কিত ভিন্ন দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুরের ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে হ্রাস করে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে হ্রাস করে ৩ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
এতে করে মোট করভার ৬৩ দশমিক ৬০ হতে হ্রাস হয়ে ৩৮ দশমিক ৭০ শতাংশ কার্যকর হবে।
খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর হ্রাস করার ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা হতে ১০০ টাকা হ্রাস পেতে পারে।
এনবিআর মনে করে, আমদানি পর্যায়ে শুল্ক-কর হ্রাসের ফলে খেজুরের আমদানি বৃদ্ধি পাবে। বাজারে খেজুরের সরবরাহ বৃদ্ধি পাবে ও বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।